নহাটা এ. জি. ফাজিল (বি.এ.) মাদরাসা
অত্র মাদরাসাটি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৮নং নহাটা ইউনিয়নে ১৯২১ সালে স্থাপিত
হয়েছে। যাহা মরহুম পীরসাহেব সদরউদ্দীন আহমাদ এবং মরহুম আঃ গফুর সাহেব কর্তৃক
প্রতিষ্ঠিত। সর্ব প্রথম মাদরাসাটি সাধারণ জনগণের দানের মাধ্যমে চলিত। পরবর্তীতে বাংলাদেশ
সরকার কর্তৃক ১৯৪৭ সালে দাখিল, ১৯৫৮ সালে আলিম এবং ১৯৭৮ সালে ফাজিল শ্রেণির
অনুমতি প্রাপ্ত হয়। মাদরাসাটি এম.পি.ও ভুক্ত হয় ০১/০৯/১৯৮৫ সালে। বর্তমানে মাদ্রাসার ছাত্র-
ছাত্রীর সংখ্যা প্রায় সাতশত এবং শিক্ষক কর্মচারী ৩২জন নিয়োজিত আছে। মাদ্রাসার ধর্মীয়
শিক্ষার সাথে সাথে সাধারণ শিক্ষা পাঠদান করা হয়। তাছাড়াও মাদরাসাটি সরকারী সকল
নিয়ম কানুন মেনে নির্বাচিত গভনিং বডির মাধ্যমে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে
আসছে। অত্র মাদরাসার অনুকুলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ জমিসহ সকল প্রকার দান
করেছেন। মাদরাসাটি বর্তমানে মহম্মদপুর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে
বিবেচিত। মাদরাসাটি নবগঙ্গা নদীর তীরে ঐতিহাসিক গ্রান্ডট্রাক রোড সংলগ্ন উত্তরপার্শ্বে
অবস্থিত। অত্র মাদরাসায় মসজিদসহ ৬টি ভবন রয়েছে। যার দু’টি আধাপাকা টিনসেড ও ৪টি
বিল্ডিং। মাদরাসাটি এবতেদায়ী প্রথম শ্রেণী থেকে ফাজিল বিএ শ্রেণি পর্যন্ত এমপিও ভুক্ত। বিশজন
শিক্ষক, দুইজন লাইব্রেরীয়ান, দুইজন অফিস সহকারী ও ৪জন চুতর্থ শ্রেণির কর্মচারী রয়েছে।
ছাত্র-ছাত্রীর সংখ্যা সাতশতাধিক।
